সূচক উত্থানেও অধিকাংশ কোম্পানির দর পতন
সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বাজারে মূলধনের পরিমাণ বাড়লেও এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ সামান্য কমেছে। তবে লেনদেন এক হাজার ৬০০ কোটি টাকা ছাড়িয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে আজ লেনদেন শুরুতে সূচকের উত্থান হয়। লেনদেনের প্রথম ২৬মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ২৬ পয়েন্ট। তখন সূচক দাঁড়ায় ছয় হাজার ৩৪৮ পয়েন্টে। লেনদেনের ২৭মিনিটে পরে ক্রয়ে চাপ কমতে থাকে। ফলে সূচক উত্থানও কমতে থাকে। লেনদেন শুরুর ৫৬মিনিট পরে ফের সূচক ডিএসইএক্স উত্থানে ফিরে। এতে সূচকের উত্থান বৃত্ত আরো বড় হতে থাকে। বেলা ১২টা ৫৪ মিনিটে ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ছয় হাজার ৩৭৪ পয়েন্টে। এরপর উত্থান বৃত্ত ফের কমতে থাকে। তখন বিক্রয়ের চাপও বাড়ে। লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ২৩ পয়েন্ট। লেনদেন এক হাজার ৬৫১ কোটি টাকা। কমেছে দুই শতাধিক কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৫১ কোটি ৮২ লাখ টাকা। আগে কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭১ হাজার ৪৫৬ কোটি ৯২ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৭ হাজার ৫৯৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।
সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪৬ দশমিক শূন্য ছয় পয়েন্টে। ডিএসইএস সূচক আট দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৮৫ দশমিক ২৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ১০ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৪৩ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৮টির ও কমেছে ২১৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৪টির।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে আজ সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ৮৩ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাইয়ের ৫৬ কোটি ৯৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৫৫ কোটি ২৪ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪০ কোটি ৯০ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৪ কোটি ৩৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩৪ কোটি ১০ লাখ টাকা, ফরচুন সুজের ৩২ কোটি ৫৯ লাখ টাকা ইভেন্স টেক্সটাইলসের ৩০ কোটি ১৪ লাখ টাকা, দেশবন্ধু পলিমারের ২৮ কোটি ৭৪ লাখ টাকা এবং আইএফআইসির ২৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার ২৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৬১ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৯ হাজার ২৫২ কোটি ৯৮ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭০ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১০২ দশমিক ৬৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক তিন দশমিক ৪০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১১ দশমিক ৩৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৫৫ পয়েন্টে এবং সিএসআই সূচক চার দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার এক কোটি ৮৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের এক কোটি ৮৩ লাখ টাকা, জিআইবির ৮৩ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৭০ লাখ টাকা, বিডি থাইয়ের ৫৭ লাখ টাকা, মেঘনা লাইফের ৫০ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৬ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ৪৩ লাখ টাকা এবং নাভানা ফার্মার ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।