ডিএসইর লেনদেন ১৮০০ কোটি টাকা ছাড়িয়েছে
সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন পরিমাণ বেড়েছে। লেনদেন সাড়ে ১৮০০ কোটি টাকার ঘরে। এদিনের লেনদেন গত ১৬ মাস ১৮ দিনের মধ্যে সর্বোচ্চ। বেড়েছে বাজারে মূলধন পরিমাণ।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে আজ লেনদেন শুরুতেই সূচক উত্থান ঘটে। লেনদেনে শুরুর প্রথম ৫৫ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৬ পয়েন্ট। সেই সময় ডিএসইএক্স অবস্থান করছিল ছয় হাজার ৩৮৮ পয়েন্টে। পরবর্তী সময়ে সূচক উত্থান কমতে থাকে। পরে দিনভর সূচক ছিল উত্থান-পতন। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বেড়েছে ২০ দশমিক ৮৫ পয়েন্ট। লেনদেন হয় এক হাজার ৮৫৭ কোটি টাকার ওপরে। বেড়েছে দুই শতাধিক কোম্পানির শেয়ারের দর। বেড়েছে বাজারে মূলধন পরিমাণ।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা। এই লেনদেন গত ১৬ মাস ১৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২২ সালের ২০ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭২ হাজার ৫২৬ কোটি ৬০ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭১ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।
সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৭৩ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক দুই দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৮ দশমিক ২২ পয়েন্টে। ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২১০টির ও কমেছে ১৪০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪৪টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মার শেয়ার। কোম্পানিটির ৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইএফআইসির ৬২ কোটি ৪৮ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৫৯ কোটি ৭৭ লাখ টাকা, মালেক স্পিনিং ৫১ কোটি ৪ লাখ টাকা, ফরচুন সুজের ৫০ কোটি ২৯ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকসের ৪০ কোটি ৬২ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৩৬ কোটি ৩৫ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৪ কোটি ২৪ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ৩৩ কোটি ৭৩ লাখ টাকা এবং বিডি থাইয়ের ৩৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ৩৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৩ হাজার ৭২৮ কোটি ৯ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬১ হাজার ৭৫৪ কোটি ৮৬ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২০ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৯৫ দশমিক ৯০ পয়েন্টে। সিএসই৫০ সূচক ১১ দশমিক ৩৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯ দশমিক ৪১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৭২ দশমিক ৭২ পয়েন্টে এবং সিএসআই সূচক চার দশমিক ৬৭ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২০টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংকের ছয় কোটি ২৯ লাখ টাকা, লাভোলোর এক কোটি ৬০ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার এক কোটি ৪৩ লাখ টাকা, আইএফআইসির এক কোটি ৩৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের এক কোটি ৩৫ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের এক কোটি ১৫ লাখ টাকা, এডভেন্ট ফার্মার ৯৪ লাখ টাকা, জিআইবির ৭৬ লাখ টাকা, জেনারেশন নেক্সটের ৭৬ লাখ টাকা এবং মেঘনা লাইফের ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।