২৫৪ কোম্পানির দরে পতন
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট। লেনদেনসহ বাজারে কমেছে মূলধন পরিমাণ। ২৫৪ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, লেনদেন শুরুতেই সূচক উত্থান ঘটে। লেনদেনে শুরুর প্রথম ১৮ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৬ পয়েন্ট। সেই সময় ডিএসইএক্স অবস্থান করেছিল ছয় হাজার ৪৭৩ পয়েন্টে। পরবর্তীতে সূচক উত্থান বৃত্ত কমতে থাকে। পরে সূচক উত্থান পতন শুরু হয়। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট। লেনদেন এক হাজার ৬৯৩ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল এক হাজার ৮৫২ কোটি ৫১ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৭৪ হাজার ৩৬৭ কোটি ৮৬ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৭৫ হাজার ৯৮৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার।
সোমবার সূচক ডিএসইএক্স ২২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৪২৪ দশমিক ৯৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৬৫ দশমিক ৯৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক চার দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৩ দশমিক ৯৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৪টির ও কমেছে ২৫৪টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ২৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৬১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫১ কোটি ৫১ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ৪৯ কোটি ২৫ লাখ টাকা, ফরচুন সুজের ৪৯ কোটি ছয় লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ৪৫ কোটি ৮ লাখ টাকা, এবি ব্যাংকের ৩৯ কোটি ৯৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৩৫ কোটি ৮২ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৩৫ কোটি ৪৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ৩৪ কোটি ৬২ লাখ টাকা এবং এডভেন্ট ফার্মার ৩২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৬ হাজার ৪৯৭ কোটি ২৬ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৭ হাজার ৩৫৭ কোটি ৮১ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৬১ দশমিক ৫১ পয়েন্টে। সিএসই৫০ সূচক চার দশমিক ২৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২২ দশমিক ৪২ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ২৩ পয়েন্টে এবং সিএসআই সূচক তিন দশমিক ২৭ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৪টির।