মন্দায় ৬২ শতাংশ কোম্পানির দরপতন
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট। আগের কর্মদিবস থেকে এদিন লেনদেন পরিমাণ কমেছে। লেনদেন ৮০০ কোটি টাকা ঘরে চলে এসেছে। যা ১৫ কর্মদিবস পর এতো কম লেনদেন আজ। বাজারে কমেছে মূলধন পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৬২ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেন শুরুতেই সূচক উত্থান হয়। লেনদেনে শুরু প্রথম ২০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ২২ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছিল ছয় হাজার ৩০৫ পয়েন্টে। ওইসময় মধ্যে বেড়েছে ১৯৮টির এবং কমেছে ৫৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয় ১০৬ কোটি ৫৯ লাখ টাকা। পরে সূচক বাড়া কমার মধ্যে ছিল। লেনদেনের দুই ঘণ্টা ৫৫ মিনিট পর সূচক পতন ফিরে। বেলা বাড়ায় সেই পতন বড় হতে থাকে। লেনদেন শেষদিকে শেয়ার বিক্রির চাপ বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স কমেছে ২৪ পয়েন্ট। কমেছে ২৪৫ কোম্পানির শেয়ার দর। লেনদেন ৮১৮ কোটি টাকা।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮১৮ কোটি ৫৮ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ৯২৪ কোটি ৭৩ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬২ হাজার ৮৫৭ কোটি ৬১ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৪ হাজার ৬৩১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। সোমবার সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৮ দশমিক ৯৮ পয়েন্টে। ডিএসইএস সূচক সাত দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬১ দশমিক ৩২ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক এক দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৩১ দশমিক ২৮ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৭টির ও কমেছে ২৪৫টির বা ৬২ দশমিক ১৮ শতাংশ। শেয়ারদর পরিবর্তন হয়নি ৫২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৪১ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেস্ট হোল্ডিংসের ৩৬ কোটি ২৯ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ২৯ কোটি ৭২ লাখ টাকা, আফতাব অটোর ২৩ কোটি ১৬ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সসের ২১ কোটি ৭৮ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার ২১ কোটি ১৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিম ১৮ কোটি ৬৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮ কোটি ৬৬ লাখ টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ১৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৭ হাজার ৮৯ কোটি ৭৮ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৮ হাজার ৬৬৪ কোটি দুই লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ৯৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৮৯ দশমিক ৮৫ পয়েন্টে। সিএসই৫০ সূচক পাঁচ দশমিক ৩৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪০ দশমিক ২৩ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৬ দশমিক ৬৭ পয়েন্টে এবং সিএসআই সূচক আট দশমিক ৯২ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৬১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২১টির।