ক্রমাগত পতন থেকে বাঁচতে মানববন্ধনে বিনিয়োগকারীরা
পুঁজিবাজারে চলছে সূচকে ক্রমাগত পতন। লেনদেন মন্দা। কমছে বাজারে মূলধনও। প্রতিদিনেই বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এ পরিস্থিতিতে থেকে বাঁচতে মানববন্ধনে নেমেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
আজ মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনের সামনে পুঁজিবাজারের চলমান পতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন তারা। এসময় বিভিন্ন ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা মানববন্ধনে যোগ দেন।
মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, প্রতিদিন শেয়ারবাজারে বড় দরপতনের পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার জন্যই তারা কারসাজির মাধ্যমে বাজারে পতন ঘটাচ্ছে। এই চক্রটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভাবমূর্তি নষ্ট করতেও তৎপর রয়েছে।
আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নানা মাধ্যমে গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত করছে ওই চক্রটি। একই সাথে চক্রটি পুঁজিবাজার পতনে ধাবিত করছে। তাই পুঁজিবাজারের দরপতনের পেছনে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা।
এদিকে আজ মঙ্গলবার বিক্রির চাপে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গত ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮০ দশমিক ৫৫ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। একদিনের ব্যবধানে বাজারে মূলধন পরিমাণ কমেছে ৩৯ হাজার ৩৯০ কোটি টাকা। লেনদেনও চারশ কোটি টাকার ঘরে।