২৫ হাজার ৭৯৪ কোটি টাকা লোকসানে ইউনিয়ন ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাংক গত ২০২৪ সমাপ্ত বছরে (জানুয়ারি-ডিসেম্বর) পাহারসম লোকসান গুনছে। কোম্পানির মোট শেয়ার রয়েছে ১০৩ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪৪৮টি। এ হিসেবে গত বছরের লোকসান পড়েছে ২৫ হাজার ৭৯৪ কোটি পাঁচ লাখ ৬৬ হাজার ৩১২ টাকা।
কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে গত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর)) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৪৮ টাকা ৯১ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান ছিল দুই টাকা ৮২ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ২৪৬ টাকা ৯ পয়সা বা ৯৮ দশমিক ৮৭ শতাংশ। গত সমাপ্ত বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ ২২ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ২৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ২৩৭ টাকা ৪৪ পয়সা।

নিজস্ব প্রতিবেদক