শুরুতে উত্থান থাকলেও লেনদেন শেষে পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২১ মে)। শেয়ার বিক্রি বাড়ায় এদিন লেনদেনে অংশ নেওয়া ৬০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের দিনের তুলনায় আলোচিত এদিনে কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেনের শুরুতেই আজ ডিএসইর প্রধান সূচক ছিল উত্থানমুখী। বেলা বাড়ার পর সেই উত্থান পতনের রুপে ফিরে। দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স সূচক কমেছে ২২ পয়েন্ট। শেয়ার বিক্রির চাপ বাড়ায় এদিন কমেছে ২৩৫টি কোম্পানির শেয়ার দর। বাজারে মূলধন কমেছে এক হাজার ৮১৩ কোটি টাকা। তবে বেড়ে লেনদেন চলে এসেছে ছয়শ কোটি টাকার ঘরের কাছাকাছিতে।
ডিএসইর সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয় ৫৯১ কোটি ৬২ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৫৬১ কোটি ২১ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৯ হাজার ৩৭৩ কোটি ৩০ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার বাজার মূলধন ছিল ছয় লাখ ৯১ হাজার ১৮৬ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে বাজারে মূলধন কমেছে এক হাজার ৮১৩ কোটি ৩৯ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ২২ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৭১ দশমিক ১০ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭৪ দশমিক ৫৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২৯ দশমিক ৯২ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৫টির ও কমেছে ২৩৫টি বা ৫৯ দশমিক ৮০ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৬টির। লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। দর কমার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক প্রথম আইসিবি এএমসিএল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে পাঁচ দশমিক শূন্য আট শতাংশ।