অংশগ্রহণ বাড়লে শেয়ারবাজারে নারীরা ভালো করবে : স্পিকার
সব জায়গায় নারীরা এগিয়ে যাচ্ছে। কিন্তু শেয়ারবাজারে নারীদের অংশগ্রহণের ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। আবার যারা এখানে আছে তাদের বিনিয়োগ বেশি না। তাই এখানে নারীদের আসতে আগ্রহী করে তুলতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল বুধবার (২২ মে) রাতে রাজধানীর প্যান পাসিফিক সোনারগাঁও হোটেলে বিএসইসি আয়োজিত পুঁজিবাজারে নারী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএসইসি স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও শুদ্ধাচারে চারটি ক্যাটাগরিতে ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী-রুবাইয়াত-উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান।
অনুষ্ঠানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘শেয়ারবাজারে নারীদের আনতে বিএসইসিকে সহায়তা করতে হবে। বিশষ করে শেয়ারবাজারের গতিবিধি সম্পর্কে তাদের জানাতে হবে। বিনিয়োগ বিষয়ে জ্ঞান দিতে হবে। শেয়ারবাজারের ঝুঁকি ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে হবে। বিনিয়োগের রাস্তা আরও সহজ করতে হবে। সব পেলে আশা করি, সামনে নারীরা অন্য খাতগুলোর মতো শেয়ারবাজারেও তাদের অবদান রাখবে। সব জায়গার মতো এখানেও ভাল করবে।’
অনুষ্ঠানে স্টক ব্রোকার ও ডিলার, মার্চেন্ট ব্যাংকার এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি—এই তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। স্টক ব্রোকার ও স্টক ডিলার ক্যাটাগরিতে প্রথম হয়েছে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় হয়েছে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকার লিমিটেড। তৃতীয় হয়েছে শান্তা সিকিউরিটিজ লিমিটেড।
মার্চেন্ট ব্যাংকার ক্যাটাগরিতে প্রথম হয়েছে প্রাইম ব্যাংক ম্যানেজমেন্ট লিমিটেড। দ্বিতীয় হয়েছে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড। তৃতীয় হয়েছে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড।
সম্পদ ব্যবস্থাপনা ক্যাটাগরিতে প্রথম হয়েছে একাশিয়া এসআর আইএম লিমিটেড। দ্বিতীয় হয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।
এছাড়া শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমান, ব্যক্তিগত কর্মকর্তা সমীর ঘোষ এবং অফিস সহায়ক মো. সুজন আলম।