সূচক পতনে চলছে লেনদেন
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। শুরুর প্রথম এক ঘন্টা ১৮ মিনিট বা সকাল ১১ টা ১৮ মিনিটে লেনদেন হয়েছে ১৪৪ কোটি টাকা। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরে পতন হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ জুন) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রির চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের পতন হয়। লেনদেনে শুরুর প্রথম ২৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ২৭ পয়েন্ট। পরে বিক্রির চাপ আরও বাড়তে থাকে। লেনদেনের শুরুর প্রথম এক ঘন্টা ১৮ মিনিটে ডিএসইএক্সের পতন হয় ৩৯ পয়েন্ট। এ সময়ে ডিএসইএক্স সূচক কমে অবস্থান করেছে পাঁচ হাজার ১৮৫ দশমিক শুন্য আট পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক ৯ দশমিক ৮৮ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ১০ দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১২৫ দশমিক ৬৪ পয়েন্ট ও এক হাজার ৮৪৩ দশমিক ৭৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৪১টির, কমেছে ২৮৪টি বা ৭৬ দশমিক ৫৫ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ১৪৪ কোটি তিন লাখ টাকা।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়াম শেয়ার। লেনদেন করেছে ২০ কোটি ১১ লাখ টাকা। এছাড়া বিট্রিশ আমেরিকান টোব্যাকোর ১৪ কোটি ৯৮ লাখ টাকা, ফরচুন সুজের পাঁচ কোটি ৬১ লাখ টাকা, লাভেলো আইসক্রিম পাঁচ কোটি ৬০ লাখ টাকা এবং সী পার্ল বিচের চার কোটি ৬৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।