সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ অনুমোদন
২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে ডিজিটাল প্লাটফর্মে গতকাল বুধবার (২৬ জুন) এই এজিএম অনুষ্ঠিত হয়।
এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশসহ মোট ছয়টি এজেন্ডা অনুমোদন হয়। অন্য এজেন্ডাগুলো হলো— আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক মনোনয়ন ও নির্বাচন, নিরীক্ষক পুনর্নিয়োগ ও সন্মানি এজেন্ডা যা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন। এজিএম সভার সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।
এজিএমে শেয়ারহোল্ডাররা ব্যাংকের অগ্রগতির জন্য নানা পরামর্শ দেন। সভায় প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ধন্যবাদ দিয়ে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বলেন, অকৃত্রিম সহযোগিতার জন্য সবার কাছে কৃতজ্ঞ। আশা করছি, তাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের অগ্রগতির বিভিন্ন সূচক তুলে ধরেন। তিনি ব্যাংকের বিভিন্ন সেবাপণ্য সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন।
ডিজিটাল প্লাটফর্মের এই এজিএমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যরা, শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, কোম্পানি সচিব মো. নাজমুল আহসানসহ শেয়ারহোল্ডাররা।