মূলধন কমলো পাঁচ হাজার কোটি টাকা, পতনে সূচক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১০ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৮ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। আগের তুলনায় এদিন কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ। একদিনে ব্যবধানে মূলধন কমেছে পাঁচ হাজার ১৩৯ কোটি টাকা। লেনদেন কমে আজ হাজার কোটি টাকার নিচে নেমে এসেছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৯৬৭ কোটি ২২ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল এক হাজার ১৯ কোটি আট টাকা। মঙ্গলবারের এই লেনদেনে গত ৪০ কর্মদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ৭ মে ডিএসইতে এক হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছিল। আলোচিত এদিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৮ হাজার ৭২৪ কোটি এক লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৮৬৩ কোটি সাত লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন বেড়েছে পাঁচ হাজার ১৩৯ কোটি ছয় লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৬৮ দশমিক ৪৫ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৫৯৪ দশমিক ৬৪ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক তিন দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৯ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৮ দশমিক ১৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯৮টি ও কমেছে ২৬৬টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩০টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ৩৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেনের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।