বার্জার পেইন্টসের পাঁচশ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টসের সবশেষ সমাপ্ত হিসাব বছরে (এপ্রিল ২০২৩ সাল - মার্চ ২০২৪ সাল) শেয়ারহোল্ডারদের জন্য পাঁচশ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই বাছাই করে গতকাল শনিবার (২৭ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদন করেছে। আজ রোববার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সদ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩৯ টাকা ৬৪ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ৭৪ টাকা ৩০ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২৭৯ টাকা ৭৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্রাটফর্মে আগামী ২ অক্টোবর, সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ আগস্ট।