সূচক পতনের সঙ্গে মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (২৯ জুলাই)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৪ দশমিক ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গত কর্মদিবস রোববারের তুলনায় আজ সোমবার লেনদেন পরিমাণ কমেছে। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার কোটি ৩৭ লাখ টাকা।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৪৫০ কোটি ১৮ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫২ হাজার ৭৪৮ কোটি ৩৮ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৫৬ হাজার ৭৮৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে মূলধন কমেছে চার হাজার ৩৭ কোটি ৮৫ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ৫৩ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৩০ দশমিক ২৪ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩৮৩ দশমিক ৭২ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ১১ দশমিক ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০২ দশমিক ৭৪ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৭টির ও কমেছে ৩৩২টির বা ৮৪ দশমিক ৬৯ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৩টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে তিন শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগসের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।