ডিএসই : ঘণ্টায় লেনদেন ১৭৪ কোটি টাকা, সূচক উত্থানে
প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (৮ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১৭৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। এ সময় লেনদেনে অংশ নেওয়া ৭৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৩৭ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৭৬৫ পয়েন্টে। পরে সেই সূচকের উত্থান বৃত্ত আরও বাড়ে। লেনদেনের শুরুর প্রথম ৬০ মিনিটে সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ১৬ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭৮৫ দশমিক ৮১ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৪ দশমিক ১০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪০ দশমিক ১৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮৪টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ারদর।
ওই সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে একমি ল্যাবের শেয়ার। লেনদেন করেছে ১২ কোটি এক লাখ টাকা। এ ছাড়া ইবনে সিনার ১১ কোটি ৪৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের আট কোটি ৪০ লাখ টাকা, কনফিডেন্স সিমেন্টের সাত কোটি ৩৮ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ছয় কোটি ৮০ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ছয় কোটি ৭২ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ছয় কোটি ১৬ লাখ টাকা, সী পার্ল বিচের পাঁচ কোটি ৬৭ লাখ টাকা, লিবরা ইনফিউশনের পাঁচ কোটি ১৬ লাখ টাকা এবং গ্রামীণফোনের চার কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।