ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ২৫৮ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টায় ১০ মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। তবে আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেনের শুরুর প্রথম ৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ৪৩ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৮২০ পয়েন্টে। সেই সূচক উত্থান পরে আরও বাড়ে। লেনদেনের শুরুর প্রথম ৭০ মিনিটে সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৭৪ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৮৩২ দশমিক ৭০ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক ১৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৭ দশমিক ৩১ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ২০ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩০ দশমিক শূন্য ৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৫টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। লেনদেন করেছে ৪২ দশমিক ২৪ কোটি টাকা। এ ছাড়া ইসলামী ব্যাংকের ২৬ কোটি ৯৫ লাখ টাকা, গ্রামীণফোনের ২৫ কোটি ১২ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৫ কোটি ৩২ লাখ টাকা, ইবনে সিনার ১১ কোটি ৬৭ লাখ টাকা, সোনালী আঁশের আট কোটি ৪২ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর সাত কোটি ৯৫ লাখ টাকা, স্কয়ার চার কোটি ১০ লাখ টাকা, গ্রামীণ ওয়ান : স্কিম দুই ফান্ডের চার কোটি এক লাখ টাকা এবং ইসলামিক ফাইন্যান্সের তিন কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।