৪৫ শতাংশ লভ্যাংশ দেবে এপেক্স ফুটওয়্যার
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের প্রতিষ্ঠান এপেক্স ফুটওয়্যারের সর্বশেষ সমাপ্ত হিসাব ২০২৩-২৪ অর্থবছরে (জুলাই-জুন) শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।
সর্বশেষ সমাপ্ত হিসাব অর্থবছরে আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় অনুমোদন করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সদ্য সমাপ্ত হিসাব অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১২ টাকা ৩৪ পয়সা। আগের সমাপ্ত হিসাব ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা ছিল ১১ টাকা ৬৯ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৮২ টাকা ৫৫ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল ২১৭ টাকা ৮৫ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭৪ টাকা ৩৭ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ২১৭ টাকা ৮৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মে আগামী ২৭ নভেম্বর, বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।