সূচক পতনে চলছে লেনদেন, ৮৩ শতাংশ কোম্পানির দরপতন
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (২ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টা চার মিনিটে, অর্থাৎ বেলা ১১টা চার মিনিটে লেনদেন হয়েছে ১৪০ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৮৩ দশমিক ৩৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ার বিক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ২৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয় ৮১ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ৫০৫ পয়েন্টে। সেই সূচকের পতন গতি পরে আরও বাড়ে। লেনদেনের শুরুর প্রথম ৬৪ মিনিটে সূচক ডিএসইএক্স ১১৪ দশমিক ৫৬ পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৪৭১ দশমিক ৭২ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক ২৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২২ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪২ দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৯৬ দশমিক ৯৮ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮টির, কমেছে ৩১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। লেনদেন করেছে ৯ কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া গ্রামীণফোনের সাত কোটি ৬৪ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ছয় কোটি ১৭ লাখ টাকা, ইসলামী ব্যাংকের চার কোটি ৬২ লাখ টাকা, আফতাব অটোর তিন কোটি ৬৫ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার তিন কোটি ৩৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের তিন কোটি ৩০ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের তিন কোটি ২৮ লাখ টাকা, লিবরা ইনফিউশনের দুই কোটি ৯১ লাখ টাকা এবং ইবনে সিনার দুই কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।