আধ ঘণ্টায় লেনদেন ৪৫ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) শুরুর প্রথম আধ ঘণ্টায়, অর্থাৎ সকাল ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৪৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, লেনদেন শুরুতে ডিএসইতে শেয়ারে ক্রেতার চাপ বাড়ে। এতে লেনদেনের প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৩৭ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ২১০ পয়েন্টে। বেলা বাড়ায় সেই সূচকের উত্থান গতি পরে কমে আসে। লেনদেনের শুরুর প্রথম ৩০ মিনিটে সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৯৫ পয়েন্ট উত্থান হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ১৯৪ দশমিক শূন্য ছয় পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক চার দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬১ দশমিক ১৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ছয় দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯০৯ দশমিক ৮১ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৫টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। লেনদেন করেছে চার কোটি ছয় লাখ টাকা। এছাড়া অগ্নি সিস্টেমসের তিন কোটি ৫০ লাখ টাকা, এডভেন্ট ফার্মার তিন কোটি ২৪ লাখ টাকা, টেকনো ড্রাগসের এক কোটি ৩২ লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কোটি সাত লাখ টাকা, এনআরবি ব্যাংকের এক কোটি চার লাখ টাকা, ইসলামী ব্যাংকের ৯৩ লাখ টাকা, সালভো কেমিক্যালের ৯১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ৭৭ লাখ টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ৭৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।