লেনদেন-সূচকের উত্থান, মূলধনও বাড়ল
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৪ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ল ৬১ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন বাজারে মূলধন বেড়েছে তিন হাজার ৯০০ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৫৬৫ কোটি টাকার ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, গত রোববার লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৩৬ লাখ টাকা। সেখান থেকে বেড়ে আজ লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৭ হাজার ৯৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ১৯৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ৬১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ২৫২ দশমিক ৪৯ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯০ দশমিক ৮৫ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ২২ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৭ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১৫ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬২ দশমিক ৩৯ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫৭টির ও কমেছে ১০৭টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩২টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ১৯ কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিংয়ের ১৭ কোটি ৭৬ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১৩ কোটি ৭৩ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৩ কোটি ২০ লাখ টাকা, ইউনিক হোটেলের ১১ কোটি ৪২ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১ কোটি ১৩ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১০ কোটি ১৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের ১০ কোটি পাঁচ লাখ টাকা, ইবনে সিনার ১০ কোটি চার লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের ১০ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ভিএএমএল আরবিবি ফান্ডের ইউনিট। কোম্পানিটির ইউনিটের দর কমেছে সাত দশমিক ২৭ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।