সূচক কমলেও লেনদেন বেড়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১৮ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৮ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় এদিন বাজারে মূলধনের পরিমাণ কমেছে দুই হাজার ২৭৫ কোটি টাকা। শেয়ার বিক্রির চাপ বাড়ায় লেনদেন আজ ৫৫১ কোটি টাকায় অবস্থান করেছে।
জানা যায়, গতকাল রোববার লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৯৭ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৫৫১ কোটি ৩২ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ১৩১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৪০৭ কোটি দুই লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩০০ দশমিক শূন্য ছয় পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৩২৮ দশমিক ৩২ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৩ দশমিক শূন্য সাত পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১১ দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৭১ দশমিক ৪৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৩টির ও কমেছে ২০৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪২টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালি আঁশের ২৫ কোটি ৯৯ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ১১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২ কোটি ৯১ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১১ কোটি ৮৪ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১১ কোটি ৪২ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১০ কোটি ৬১ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১০ কোটি ২১ লাখ টাকা, বিচ হ্যাচারীর ৯ কোটি ৬১ লাখ টাকা এবং কনফিডেন্স সিমেন্টের ৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে স্টাইল ক্রাফটের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।