প্রথম ঘণ্টায় লেনদেন ৯৮ কোটি টাকা, উত্থানে সূচক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/dddss.jpg)
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ৯৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ১৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ২১ পয়েন্ট। পরে শেয়ারে কেনার চাপ কমতে থাকে। এতে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স উত্থান হয়েছে সাত দশমিক ৭০ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ১৮৬ দশমিক ৮৮ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক দুই দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৫ দশমিক ২৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৮ দশমিক ৭৬ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংসের ছয় কোটি ৯৩ লাখ টাকা, রবির ৪ কোটি ৮১ লাখ টাকা, এনার্জিপ্যাক পাওয়ারের চার কোটি ৭০ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের তিন ১৯ লাখ টাকা, সিটি ব্যাংকের তিন কোটি ছয় লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার দুই কোটি ৪ লাখ টাকা, আলিফ ম্যানফ্যাকচারিংয়ের দুই কোটি ২৯ লাখ টাকা, বিডি ফাইন্যান্সের দুই কোটি ২৭ লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ২০ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশেনর দুই কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।