সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ রোববার (২৩ নভেম্বর)। একদিনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৭ দশমিক ৭৩ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৬৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গত বৃহস্পতিবারের (২০ নভেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৫৯৪ কোটি টাকা। তবে এদিন লেনদেন কমে ৩৮৬ কোটি টাকার চলে এসেছে।
শেয়ার বিক্রির চাপে লেনদেন শুরুতে আজ সূচক পতন হয়েছিল। লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট পতন হয়। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপে উত্থানে ফিরে। লেনদেন শুরুর এক ঘণ্টা ৩০ মিনিটে সূচক ডিএসইএক্স আট পয়েন্ট পতন হয়। পরে সূচকের উত্থান গতি আরও বাড়ে। এদিনের লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৯১৫ দশমিক ৭৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭ দশমিক ৬৯ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৩ দশমিক ২৫ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৪ হাজার ৩৯১ কোটি ২৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি আট লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৫০টির, কমেছে ৮৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩ কোটি ৩৭ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ৩৭ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ১১ কোটি ৩৫ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১১ কোটি ১৬ লাখ টাকা এবং ডমিনেজ স্টিলের ১০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ারের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৯৫ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সাইন লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক