বেড়েছে ৮৬ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদন শেষ হয়েছে আজ সোমবার (১৭ নভেম্বর)। একদিনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ দশমিক ৮০ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া ৮৬ দশমিক ৩৩ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। এদিন লেনদেন বেড়ে ৩৪৮ কোটি টাকার চলে এসেছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ২৫৪ কোটি টাকা।
লেনদেন শুরুতে আজ শেয়ার কেনার চাপে সূচক উত্থান হয়েছিল। লেনদেন শুরুর প্রথম তিন মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ পয়েন্ট উত্থান হয়। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ বাড়ে। পরে সূচকের উত্থান বৃত্ত আরও বড় হয়। লেনদেন শুরুর দুই ঘন্টা ৫০ মিনিটে সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট উত্থান হয়। পরে সূচকের উত্থান গতি কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৪২ দশমিক ৮০ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৭৭৪ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৬৯ দশমিক ৯০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৯ দশমিক ৯০ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৪৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার লেনদেন হয়েছিল ২৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৮ হাজার ১৭৯ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৪ হাজার ৯২৫ কোটি ১৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২২টির বা ৮৬ দশমিক ৩৩ শতাংশ, কমেছে ৩৫টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১২ কোটি ৭৭ লাখ টাকা, খান ব্রাদার্সের ১০ কোটি ৭২ লাখ টাকা, রানার অটোর ৯ কোটি ৭৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের আট কোটি ৭৪ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের আট কোটি সাত লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট নিটিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে জিপিএইচ ইস্পাতের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক