সূচকের বড় পতন, কমেছে ৯২ শতাংশ কোম্পানির দর
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচকের পতনে লেনদন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এদিন বড় পতন হয়েছে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের। একদিন ডিএসইএক্স কমেছে ১২২ দশমিক ৬৪ পয়েন্ট বা দুই দশমিক ৫৪ শতাংশ। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে সাত হাজার ৯৩৬ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া ৯১ দশমিক ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন লেনদেন বেড়ে ৩৮৩ কোটি টাকার চলে এসেছে।
একীভূত প্রক্রিয়ায় থাকা শরিয়াভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংকের (এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক) শেয়ার গত বৃহস্পতিবার লেনদেন স্থগিত করেছে ডিএসই। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরামর্শে ডিএসই এই লেনদেন স্থগিত করেছিল। এর আগেরদিন বুধবার নানা অনিয়মে বিপর্যস্ত শরিয়াভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করতে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ওইদিন তিনি বলেন, ইতোমধ্যে এ বিষয় জানিয়ে পাঁচ ব্যাংকের সচিবদের পৃথক পৃথক চিঠি পাঠানো হয়েছে।
একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, শেয়ারহোল্ডারদের ইকুইটি এখন নেগেটিভ। তাই শেয়ার দর জিরো বিবেচনা করা হবে। এজন্য কাউকে ক্ষতিপূরণ দেওয়া হবে না। খবরটি দ্রুত ছড়িয়ে পরে পুঁজিবাজারের সিকিউরিটিজগুলোতে। এতে গত বৃহস্পতিবার, রোববার, সোমবার, বুধবারের মতো আজ বৃহস্পতিবারও সূচক পতনে ঢেকেছে ডিএসই। তবে শুধু গত মঙ্গলবার নামমাত্র সূচক বেড়েছে।
লেনদেন শুরুতে আজ শেয়ার বিক্রির চাপে সূচক পতন হয়েছিল। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা পাঁচ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট পতন হয়। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ আরও বাড়ে। পরে সূচকের পতন বৃত্ত আরও বড় হয়। লেনদেন শুরুর তিন ঘন্টা ১২ মিনিটে সূচক ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট পতন হয়। এরপর লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ১২২ দশমিক ৬৪ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৭০২ দশমিক ৬৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ২৮ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯৭৬ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৪৭ দশমিক ৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৫১ দশমিক ২৫ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮১ হাজার ৯১০ কোটি ৬৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ৩৫২টির বা ৯১ দশমিক ৬৭ শতাংশ এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মার ১২ কোটি ৬৪ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের সাত কোটি ৬৫ লাখ টাকা এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে তিন দশমিক ৫৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক