৩০ মিনিটে লেনদেন ৭৫ কোটি টাকা
প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ বেলা ১০টা ৩০ মিনিটে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে ওঠে আসে। লেনদেন শুরুর প্রথম চার মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে এক দশমিক ৮৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১০৭ দশমিক ৭২ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক দুই দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৬১ দশমিক ৭০ পয়েন্টে। ডিএসইএস সূচক শূন্য দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭ দশমিক ৫৮ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮০টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ১০৪টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা ওরিয়ন ইনফিউশনের পাঁচ কোটি ৭১ লাখ টাকা, একমি পেস্টিসাইডের চার কোটি ২৮ লাখ টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের তিন কোটি ৬০ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের তিন কোটি ১৩ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের দুই কোটি ৫৩ লাখ টাকা, এশিয়ান ইন্স্যুরেন্সের দুই কোটি ৪২ লাখ টাকা, ট্রাস্ট ইসলামঅ লাইফ ইন্স্যুরেন্সের দুই কোটি ১৩ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের এক কোটি ৮০ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের এক কোটি ৭২ লাখ টাকা ও খান ব্রাদার্সের এক কোটি ৬২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক