সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ৩৩৯ কোটি টাকায় চলে এসেছে। তবে আগের কর্মদিবস সোমবারের (১০ নভেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর সব ধরনের সূচকের উত্থান হয়েছে এদিন। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট।
লেনদেন শুরুতে আজ শেয়ার কেনার চাপে সূচক উত্থান হয়েছিল। লেনদেন শুরুর প্রথম ১৭ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট উত্থান হয়। বেলা বাড়ার পর কেনা কমে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে সূচকটি পতনে ফিরে আসে। লেনদেন শুরুর এক ঘণ্টা ১২ মিনিটে সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট পতন হয়। সেই পতন কমে পরে সূচক ফের উত্থানে ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ১২ দশমিক শূন্য সাত পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় চার হাজার ৮৭২ দশমিক ৭৬ পয়েন্টে। ডিএসইএস সূচক ছয় দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭ দশমিক ১৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ছয় দশমিক ৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৭ দশমিক ১১ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৪ হাজার ৫৫ কোটি ১৫ লাখ টাকা। গত সোমবার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ৭৩১ কোটি ৭৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ১৪৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি আট লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৬ কোটি চার লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৪ কোটি টাকা, প্রগতি লাইফের ১০ কোটি ৭৯ লাখ টাকা, এশিয়াটিক ৯ কোটি ৬৮ লাখ টাকা, রানার অটোর ৯ কোটি ১৭ লাখ টাকা এবং স্কয়ার ফার্মার আট কোটি ২৩ লাখ টাকার শেয়ার। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফ্যামিলিটেক্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক