সূচক কমেছে, লেনদেনও মন্দা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/dsc.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (১২ ফেব্রুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দুই দশমিক ৪৩ পয়েন্ট। লেনদেন কমে আজ ৪০০ কোটি টাকার ঘরের কাছাকাছিতে চলে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে, আগের কর্মদিবস মঙ্গলবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে।
জানা গেছে, গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫১৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৯১ কোটি ১৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৬৯৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৮৪ হাজার ৪২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৩টির ও কমেছে ২০৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৪৭টির। এদিন ডিএসইএক্স দুই দশমিক ৪৩ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ১৮৯ দশমিক ৬২ পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৯২ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫২ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৩ দশমিক ৩৭ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবির ১২ কোটি ২২ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৮০ লাখ টাকা, কোহিনূর কেমিক্যালের আট কোটি ৩৭ লাখ টাকা, আল-হাজ্ব টেক্সটাইলের সাত কোটি ৮৩ লাখ টাকা, সিমটেক্সের ছয় কোটি ৪১ লাখ টাকা, ছয় কোটি ৪১ লাখ টাকা, নিউ লাইন ক্লোথিংসের ছয় কোটি ১০ লাখ টাকা, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ছয় কোটি দুই লাখ টাকা, সিটি ব্যাংকের পাঁচ কোটি ৭৬ লাখ টাকা এবং আরডি ফুডের পাঁচ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৮৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬৯ শতাংশ।