সূচকের উত্থানেও ডিএসইতে মূলধন কমেছে ৫০৪৫ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে আজ বুধবারের (৫ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আড়াই পয়েন্ট। তবে আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এদিন লেনদেনের পরিমাণও কমেছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ মূলধন কমেছে ৫ হাজার ৪৫ কোটি ৯৯ লাখ টাকা।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টায় প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। সেই অবস্থান পরে ধরে রাখতে পারেনি। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে দুই দশমিক ৫৫ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১৯৬ দশমিক ৬৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক শূন্য ছয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯০ দশমিক ৪৯ পয়েন্টে।
গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩১৮ কোটি ২০ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮১ হাজার ৫৯৯ কোটি ৫৭ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৮৬ হাজার ৬৪৫ কোটি ৫৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৮৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৯০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁ টেক্সটাইলসের আট কোটি ৬৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের সাত কোটি ছয় লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ছয় কোটি ৯৪ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ছয় কোটি ৬৩ লাখ টাকা, শাইনপুকুরের ছয় কোটি ৫৯ লাখ টাকা, হাক্কানী পাল্পের ছয় কোটি ৫৮ লাখ টাকা, আইএফআইসির পাঁচ কোটি ২৭ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের পাঁচ কোটি ১৮ লাখ টাকা এবং লিগ্যাসি ফুটওয়্যারের চার কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে সোনারগাঁ টেক্সটাইলসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে হাক্কানী পাল্পের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।