প্রধান সূচকের উত্থান, লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (৬ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে সাত পয়েন্ট। এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। তবে, আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৪৮ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৪ পয়েন্ট। সেই অবস্থান পরে ধরে রাখতে পারেনি। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে সাত দশমিক ২৯ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২০৩ দশমিক ৯৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬০ দশমিক ৮৮ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৯ দশমিক ৬৭ পয়েন্টে।
গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৫৩ কোটি তিন লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৮১ হাজার ৫৯৯ কোটি ৫৭ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৮৬টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ২৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটার ১০ কোটি ৫৫ লাখ টাকা, আল-হাজ্ব টেক্সটাইলের ৯ কোটি ৯ লাখ টাকা, হাক্কানী পাল্পের আট কোটি ৯৫ লাখ টাকা, খান ব্রাদার্সের আট কোটি ৫৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ৬২ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ছয় কোটি ৫১ লাখ টাকা, ইন্দো-বাংলা ফার্মার ছয় কোটি ছয় লাখ টাকা, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের পাঁচ কোটি ৬৩ লাখ টাকা এবং বিচ হ্যাচারির পাঁচ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৭৫ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাইয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ।