প্রধান সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে আজ বৃহস্পতিবারের (২৬ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে পাঁচ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে দুই হাজার ৩১৫ কোটি টাকা। এদিন কমেছে লেনদেনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ বৃহস্পতিবার লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৪৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে চার দশমিক ৯৫ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২১৯ দশমিক ১৬ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক শূন্য সাত পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৮ দশমিক ১১ পয়েন্টে। তবে এদিন ডিএস৩০ সূচক তিন দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১৪ দশমিক ৬৮ পয়েন্টে।
গত মঙ্গলবার (২৫ মার্চ) লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৯ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি ১৭ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ১৮২ কোটি তিন লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজারে মূলধন কমেছে দুই হাজার ৩১৫ কোটি ৮৬ লাখ টাকা।
বৃহস্পতিবার লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৪৮টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৭১টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ২০ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১১ কোটি ৭৮ লাখ টাকা, বিচ হ্যাচারির ১০ কোটি ৪৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের আট কোটি ৬৬ লাখ টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলসের ছয় কোটি ৮০ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ছয় কোটি ৭৩ লাখ টাকা, স্কয়ার ফার্মার ছয় কোটি ১৬ লাখ টাকা এবং ইস্টার্ন ব্যাংকের ছয় কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ বৃহস্পতিবার দর কমার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।