ডিএসইতে মূলধন কমেছে ৩২৩৩ কোটি টাকা

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে আজ সোমবারের (৭ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে সাড়ে আট পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস রোববারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে তিন হাজার ২৩৩ কোটি টাকা। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ সোমবার লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টা ৩৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। এক পর্যায়ে শেয়ার বিক্রির চাপ বেড়ে প্রধান সূচক পতন ফিরে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে আট দশমিক ৪৮ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৯৬ দশমিক ৭০ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক এক দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৫ দশমিক ৯৭ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক এক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৩০ দশমিক ৭১ পয়েন্টে।
ঈদের পরে গতকাল রোববার (৬ এপ্রিল) লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৮৯ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৪২১ কোটি ৫১ লাখ টাকা। আগের কর্মদিবসে রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ৬৫৪ কোটি ৮৪ লাখ টাকা। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন কমেছে তিন হাজার ২৩৩ কোটি ৩৩ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৯১টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ২৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ২৬ কোটি ৯৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১৬ কোটি পাঁচ লাখ টাকা, এসিআইয়ের ১৪ কোটি ৬১ লাখ টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ছয় লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ১৯ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের আট কোটি ৪৯ লাখ টাকা, ইন্ট্রাকো রিফোয়েলিং স্টেশনের আট কোটি ১৬ লাখ টাকা, আরডি ফুডের আট কোটি আট লাখ টাকা এবং অগ্নি সিস্টেমসের সাত কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৫০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ১৬ শতাংশ।