৫০ মিনিটে লেনদেন ১৩২ কোটি টাকা, পতনে সূচক

সবধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (৬ মে) শুরুর ৫০ মিনিট, অর্থাৎ সকাল ১০টা ৫০ মিনিটে ৩৬৮টি কোম্পানি লেনদেন হয়েছে ১৩২ কোটি টাকার শেয়ার। এর মধ্যে বিচ হ্যাচারি লেনদেন করেছে ২৮ কোটি চার লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ছয় পয়েন্ট। পরে শেয়ার কেনার চাপ কমে বিক্রি বাড়ে। এ সময় সূচক পতন আসে। এদিন লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ছয় দশমিক ৯০ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় চার হাজার ৯৫৭ দশমিক ৭৬ পয়েন্টে। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে ডিএস৩০ সূচক তিন দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৪০ দশমিক ৭০ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৭ দশমিক শূন্য তিন পয়েন্টে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪২টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি চার লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবি ব্যাংকের ছয় কোটি ৯০ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের পাঁচ কোটি ৬৩ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের চার কোটি ৬৮ লাখ টাকা, বারাকা পাওয়ারের তিন কোটি ৬৮ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের তিন কোটি ৫৮ লাখ টাকা, এবিবি ফার্স্ট ফান্ডের তিন কোটি ২৫ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের তিন কোটি ১৫ লাখ টাকা, আইএফআইসি ফার্স্ট ফান্ডের তিন কোটি ১৪ লাখ টাকা এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের দুই কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।