ডিএসইর প্রধান সূচক বাড়লেও কমেছে লেনদেন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে আজ সোমবারের (১২ মে) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৯ দশমিক ২৭ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। তবে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৩৬৪ কোটি টাকার।
শেয়ার কেনার চাপে আজ লেনদেনের শুরুতে প্রথম ৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২১ পয়েন্ট। বেলা বাড়ার পর কেনার চাপ থমকে যায়, বাড়ে শেয়ার বিক্রির চাপ। ফলে প্রথম ৪৬ মিনিটে ডিএসইএক্স সূচক পতন হয় ১৮ পয়েন্ট। সেখান থেকে পরে শেয়ার কেনার চাপে সূচকটি উত্থানে ফিরে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৯ দশমিক ২৭ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৯২১ দশমিক ৫৫ পয়েন্টে। ডিএসইএস সূচক এক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫ দশমিক ৮৯ পয়েন্টে।
তবে আজ ডিএস৩০ সূচক চার দশমিক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮১৫ দশমিক ৫০ পয়েন্টে। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬৬ কোটি ছয় লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৯ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫২ হাজার ৯২৯ কোটি ৫০ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৫২ হাজার ৪৪৪ কোটি ৫৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৯টির এবং কমেছে ১৬০টির। দর অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ১৬ কোটি টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৫ কোটি ৫৫০ লাখ টাকা, এবিবি ফাস্ট ফান্ডের ১১ কোটি ৮৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৯ কোটি ২৬ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের আট কোটি ৭৭ লাখ টাকা, সিটি ব্যাংকের সাত কোটি ১৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের পাঁচ কোটি ৯৫ লাখ টাকা, খান ব্রাদাসের পাঁচ কোটি ৩৩ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের পাঁচ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বে-লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক শূন্য এক শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নর্দান ইনস্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।