৫৩ শতাংশ বেড়েছে দুর্বল উত্তরা ফাইন্যান্সের দর

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল কোম্পানি উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর কারণ ছাড়াই বেড়েছে ৫২ দশমিক ৬৩ শতাংশ। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার গেইনারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রতি শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ১৭ টাকা ৪০ পয়সা। যা আগের সপ্তাহের ১৭ জুলাই শেয়ার দর ছিল ১১ টাকা ৪০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ছয় টাকা। গত বৃহস্পতিবার মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন দাঁড়িয়েছে ২২৮ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ১৬৯ টাকা। আগের সপ্তাহের ১৭ জুলাই ছিল এক হাজার ১৪৯ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ১৪৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে মোট শেয়ারের মাধ্যমে বাজারে মূলধন বেড়েছে ৭৮ কোটি ৮৮ লাখ ৮৯ হাজার ২৪ টাকা।
ইতোমধ্যে শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ করেছেন কোম্পানিটির শেয়ার ধারন করা বিনিয়োগকারীরা। তারা বলছেন, একটি চক্র কারসাজি করে দুর্বল এই কোম্পানিটির শেয়ার দর বাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর ৫২ দশমিক ৬৩ শতাংশ বাড়ানো হয়। বাজার মূলধনও বেড়েছে ৭৮ কোটি টাকা বেশি। এদিক কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানিটিকে গত বুধবার ডিএসই নোটিস পাঠিয়েছিল। এর জবাবে গত বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩১ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ১৩ কোটি ১৪ লাখ ৮১ হাজার ৫০৩টি। রিজার্ভে রয়েছে ২৫৯৭ কোটি ৭৬ লাখ টাকা। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৪ দশমিক ৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩২ দশমিক ৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে সাত দশমিক ৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।