ডিএসইতে ৭৭ শতাংশ কোম্পানির দরপতন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে ৬০০ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ রোববার (২১ সেপ্টেম্বর)। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৭ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। পতন হয়েছে এদিন ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৮ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে তিন হাজার ৯১৯ কোটি টাকা।
ডিএসইতে মেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১২ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪০ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সে পতন হয় ৬৮ দশমিক শূন্য আট পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৩৮১ দশমিক ৮৪ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৯ দশমিক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ৯৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৮৩ দশমিক ৪৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৬২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২০ হাজার ৫৪৭ কোটি ৬০ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৪ হাজার ৪৬৬ কোটি ৭২ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩৯টির ও কমেছে ৩০৭টির বা ৭৭ দশমিক ৩৩ শতাংশ। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সামিট এলায়েন্স পোর্টের ২৪ কোটি ৩৩ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ১৯ কোটি ১৭ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৯ কোটি সাত লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ৭২ লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ১৩ কোটি ১৮ লাখ টাকা, রবির আজিয়াটার ১২ কোটি ৮০ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের ১২ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৫০ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে পাঁচ দশমিক ১৭ শতাংশ।