লেনদেনসহ বেড়েছে সূচক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে ৭০৮ কোটি টাকার ঘরে অবস্থান করেছে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। এদিন উত্থান হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
ডিএসইতে শেয়ার কেনার চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচক ওঠা-নামা করে, তবে উত্থান গতি বেশি ছিল। এতে লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ৪০ মিনিটে সূচক ডিএসইএক্স উত্থান হয় ৬৩ পয়েন্ট। পরে উত্থান কমে আসে। এতে লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ২২ দশমিক ৪৮ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪১৫ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৭১ দশমিক ৪৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ১১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১০৩ দশমিক শূন্য তিন পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৭০৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বুধবার লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৩ হাজার ৪৪৮ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২২ হাজার ৭১৮ কোটি ৬২ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৫৭টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফারইস্ট নিটিংয়ের ২১ কোটি ৬৬ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৬৬ লাখ টাকা, সিমটেক্সের ১৭ কোটি তিন লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৬ কোটি ১৩ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৫ কোটি ৫৮ লাখ টাকা এবং খান ব্রাদার্সের ১৫ কোটি তিন লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ১৪ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে নাভানা সিএনজির শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।