ডিএসইতে সূচক উত্থানে চলছে লেনদেন
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) শুরুর প্রথম এক ঘণ্টা ছয় মিনিটে, অর্থাৎ বেলা ১১টা ছয় মিনিটে লেনদেন হয়েছে ১২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৯০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ছয় মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৪২ পয়েন্ট। পরে উত্থান গতি আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ছয় মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে ৫৯ দশমিক ১৭ পয়েন্ট। এ সময় সূচকটি বেড়ে দাঁড়ায় চার হাজার ৮৮৫ দশমিক ৬৪ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ২০ দশমিক শূন্য তিন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ দশমিক ৬৩ পয়েন্টে। ডিএসইএস সূচক ১২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২ দশমিক শূন্য পাঁচ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪২টির, কমেছে সাতটির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে রহিমা ফুডের পাঁচ কোটি ৫৫ লাখ টাকা, খান ব্রাদার্সের পাঁচ কোটি ১২ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের চার কোটি ৯১ লাখ টাকা, জেনেক্স ইনফোসিসের তিন কোটি ৫৮ লাখ টাকা, কে অ্যান্ড কিউর তিন কোটি ৩৩ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের তিন কোটি ৩১ লাখ টাকা, সায়হাম কটনের তিন কোটি ১৮ লাখ টাকা, সিমটেক্সের দুই কোটি ৯১ লাখ টাকা, ডমিনেজ স্টিলের দুই কোটি ৭৩ লাখ টাকা এবং মুন্নু ফেব্রিক্সের দুই কোটি ৭৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক