ডিএসইতে লেনদেনের শীর্ষে বস্ত্র ও খাদ্য খাত
সদ্য সমাপ্ত সপ্তাহে (২১ থেকে ২৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এই দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে ২৮ দশমিক ৯৮ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৩৪ কোটি ৬৭ হাজার টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৫৮ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বস্ত্র ও খাদ্য- এই দুই খাতের ৭৯টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৪১৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার টাকা। বাকি ১৯টি খাতের ৩৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ১ হাজার ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা।
শীর্ষ অবস্থানে থাকা বস্ত্র খাতের ৫৮টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে ২৪৮ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৩৬ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৫২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১১ দশমিক ৬২ শতাংশ।
তৃতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত; এই খাতের ৩৪টি প্রতিষ্ঠানে ১৫৩ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১০ দশমিক ৭৩ শতাংশ। চতুর্থ অবস্থানে থাকা প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানে ১৪৮ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ১০ দশমিক ৩৬ শতাংশ।
এছাড়া অন্যান্য খাতের মধ্যে ব্যাংক খাতে ৮ দশমিক ৭০ শতাংশ, বিবিধ খাতে ৮ দশমিক শূন্য ৮ শতাংশ, সাধারণ বিমা খাতে ৭ দশমিক ১৮ শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে ৬ দশমিক ৮২ শতাংশ এবং আইটি খাতে ৩ দশমিক ৯০ শতাংশ লেনদেন হয়েছে। জীবন বিমা খাতে ২ দশমিক ৯২ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৭২ শতাংশ, পেপার ও প্রিন্টিং খাতে ২ দশমিক ১৯ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ দশমিক ৮০ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ৪৮ শতাংশ এবং টেলিকম খাতে ১ শতাংশ লেনদেন হয়েছে।
বাকি খাতগুলোর মধ্যে নন-ব্যাংকিং আর্থিক খাতে শূন্য দশমিক ৯১ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৬৮ শতাংশ, চামড়া খাতে শূন্য দশমিক ৬৫ শতাংশ, পাট খাতে শূন্য দশমিক ৫১ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৪০ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ লেনদেন সম্পন্ন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক