সূচকের উত্থানে বছর শুরু
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে শেষ হয়েছে আজ বৃহস্পতিবারের (১ জানুয়ারি) লেনদেন। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ দশমিক ২৭ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৬৭ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গত মঙ্গলবারের (৩০ ডিসেম্বর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৫৯৬ কোটি টাকা। লেনদেন বেড়ে এদিন ৩৬৮ কোটি টাকার ঘরে চলে এসেছে।
ডিএসইতে আজ লেনদেনের শুরুতে শেয়ার কেনার চাপে সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ১৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের উত্থান হয় ৪৫ দশমিক ২৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিন শেষে দাঁড়িয়েছে চার হাজার ৯১০ পয়েন্টে। ডিএসইএস সূচক পাঁচ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ছয় পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৯ দশমিক ৪২ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৫৪ কোটি চার লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮০ হাজার ৭৭৯ কোটি ২১ লাখ টাকা। গত মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৭৮ হাজার ১৮২ কোটি ৭৫ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ৬৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬২টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ১৬ কোটি চার লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে উত্তরা ব্যাংকের ১৫ কোটি ৩৯ লাখ টাকা, সিমটেক্সের ১১ কোটি ৬৪ লাখ টাকা, সোনালী পেপারের ৯ কোটি ৯৬ লাখ টাকা, সিটি ব্যাংকের ৯ কোটি ৭২ লাখ টাকা, রহিমা ফুডের ৯ কোটি ২৪ লাখ টাকা, সায়হাম কর্টনের ৯ কোটি ১৬ লাখ টাকা, স্কয়ার ফার্মার আট কোটি ৮৬ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের সাত কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আরামিটের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৯২ শতাংশ। অন্যদিক দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক ৮৪ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক