একীভূত পাঁচ ব্যাংকের সিকিউরিটিজ হাউজের কার্যক্রম চলবে
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সিকিউরিটিজ বা ব্রোকারেজ হাউজ পুঁজিবাজারে কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ব্যাংকগুলো একীভূত হওয়ার পর তাদের সহযোগী সিকিউরিটিজ প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ অনিশ্চয়তা নিরসনে বিএসইসির দফায় দফায় কমিটি বিষয়টি পর্যালোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছেছে।
বিএসইসির এক কর্মকর্তা জানায়, প্রথম দফায় কমিশনের আটজন কর্মকর্তা এ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সিদ্ধান্ত হয়— সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানিগুলোর নামে ইস্যু করা স্টক-ব্রোকার, স্টক-ডিলার ও মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ নিয়মিতভাবে নবায়ন করা হবে। একীভূত হওয়া ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।
কর্মকর্তা আরও বলেন, একীভূত হওয়ার কারণেই কোনো সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা বা নিবন্ধন নবায়ন না করা যৌক্তিক নয়। যদি সংশ্লিষ্ট সিকিউরিটিজ হাউজগুলো প্রচলিত আইন, বিধি ও যোগ্যতার শর্ত পূরণ করে, তাহলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেওয়া হবে। কমিশনের মূল বিবেচনা হচ্ছে পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম ও বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করা।
এ প্রসঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্রোকারেজ হাউজগুলো এখনও পুঁজিবাজারে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে যেতে পারে। তিনি বলেন, ব্যাংক যেভাবে একীভূত হয়েছে সেগুলো যদি মার্জারের সিদ্ধান্ত নেয়া হয়, তখন ব্রোকারেজ পাঁচটা এক হয়ে একটি হয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক