হামীম কামরুল হক
হামীম কামরুল হকের জন্ম ১৯৭৩ সালের ২২ জানুয়ারি। ছোটবেলা কেটেছে চট্টগ্রামে। তখন চট্টগ্রামের সেইলার্স কলোনিতে থাকতেন। ১৯৮৯ সালে সিলেট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক এবং ১৯৯১ সালে উচ্চ মাধ্যমিক করে ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মূলত ঔপন্যাসিক, গল্পকার। বর্তমানে তিনি বাংলা একাডেমিতে কর্মরত।