রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসছে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে আমাদের মূল চ্যালেঞ্জ হচ্ছে যাতে আর নতুন দরিদ্র না বাড়ে। দরিদ্রতাকে কমিয়ে আনাই বর্তমান কোভিড পরিস্থিতিতে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ।
বাজেট নিয়ে এনটিভির ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। আজ মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির স্টুডিওতে ২০২১-২২ অর্থ বছরের বাজেট নিয়ে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসছে। ফরেইন রেমিটেন্সও আশানুরূপ। তবে করোনার জন্য দেশে নতুন দরিদ্র শ্রেণির লোক তৈরি হচ্ছে, এটাকে আমরা নামিয়ে আনার চেষ্টা করছি।
এম এ মান্নান বলেন, ‘আমরা ২০০৯ সালে সরকার গঠন করার সময় দেশে দারিদ্র্যের হার ছিল ৪৫ শতাংশ। ১২ বছরে আমরা এটি কমিয়ে ৩৫ শতাংশে নামিয়ে আনতে পেরেছিলাম। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতিতে পড়ে অর্থনৈতিক মন্দার কারণে এখন আমাদের দরিদ্র লোকের সংখ্যা বাড়ছে। এটাকে কমিয়ে আনার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিচ্ছি।
মন্ত্রী বলেন, আমরা বৈষম্য কমিয়ে আনার জন্যও কাজ করছি। তবে বর্তমানে যে পদ্ধতিতে আমরা কাজ করছি, সেটা বৈষম্য কমিয়ে আনার ক্ষেত্রে সহায়ক নয়। ফলে আমরা পদ্ধতি পরিবর্তনের দিকে নজর দিচ্ছি।
আইএফআইসি ব্যাংকের সৌজন্যে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে এনটিভি।
‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানটি এখন দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর বার্ষিক ইভেন্টে রূপ নিয়েছে। বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা, রাষ্ট্রের নীতি-নির্ধারকদের কাছে তুলে ধরতে এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত হয়ে আসছে এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।
করোনাভাইরাস পরিস্থিতিতে সীমিত থাকছে এবারের আয়োজন। পুরো আয়োজনটির সঞ্চালনা করছেন এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম।