সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান কারাগার থেকে হাসপাতালে
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে কারাগার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ কারাগারের কারাধ্যক্ষ (জেলার) হুমায়ুন কবীর বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
জেলা কারাগার সূত্রে জানায়, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ সকাল থেকে অসুস্থবোধ করছিলেন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পরামর্শ দেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, এম এ মান্নানের শারীরিক ও মানসিক সমস্যা রয়েছে। তার বুকে পুরোনো ব্যথা। জেলা সদর হাসপাতালে বক্ষব্যধি ও মানসিক রোগের কোনো বিশেষজ্ঞ নেই। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে মান্নানকে আটক করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতের নির্দেশে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন।