চট্টগ্রামে বাজার তদারকি শুরু
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি (মনিটরিং) শুরু করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন। আজ সোমবার সকাল থেকে নগরীর কাজীর দেউরী কাঁচাবাজারসহ বিভিন্ন বাজারে একযোগে মনিটরিং শুরু হয়েছে। ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক কমিটির সদস্যরা প্রতিটি দোকানে গিয়ে মূল্যতালিকা টানানো, ওজন সঠিক দেওয়া, পণ্যের মেয়াদ ও মান যাচাই করে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
নগরীর প্রধান ১৮টি বাজারে পুরো রমজান মাস এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাজার মনিটরিং কমিটির কর্মকর্তারা।
রমজান মাস শুরু হতে আর মাত্র তিন-চার বাকি আছে। এ সময় খাদ্যপণ্যের দাম ও মান ঠিক রাখতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।