সুতা আমদানি নির্ভরতা কমাতে উদ্যোক্তাদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

রাজধানীতে আজ রোববার আফ্রিকার-এমিয়ান কটন সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি
তৈরি পোশাক খাতের প্রধান উপকরণ সুতার আমদানি নির্ভরতা কমাতে দেশীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ রোববার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে আফ্রিকার-এমিয়ান কটন সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ আহ্বান জানান।
সুতা আমদানির অন্যতম প্রধান দেশ আফ্রিকায় আমদানিতে যেসব বাধা আছে, তা সংশ্লিষ্ট দেশ থেকে কমানোর তাগিদ দেন অর্থমন্ত্রী। এ ছাড়াও বিশ্বব্যাপী ক্রমবর্ধমান তৈরি পোশাক খাতের বাজার ধরে রাখতে সুতা উৎপাদনে প্রয়োজনে প্রণোদনার পরিকল্পনার কথাও জানান আবুল মাল আবদুল মুহিত।