হ্যাকিংটা বেড়ে গেছে অনেক : অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়ে ঝুঁকি রয়েই গেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আসলে হ্যাকিংটা অনেক বেড়ে গেছে। বিদেশে অনেক বেশি হচ্ছে। আমাদের ফরেন মিনিস্ট্রির একটি মিশন থেকে যথেষ্ট টাকা হ্যাক হয়ে চলে গেছে।’
আজ মঙ্গলবার সন্ধ্যায় সিলেটে একটি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। সিলেট সম্মিলিত নাট্য পরিষদের এ গুণীজন সংবর্ধনার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে বেশ আগে। যখন বড় হ্যাকটা হলো, ৮১ কোটি টাকার মতো হারিয়েছি ওই সময়। তখন থেকেই সাইবার নিরাপত্তা বিষয়টি বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয়। এটা নিয়মিতভাবে আমরা পর্যবেক্ষণ করি। এর মধ্যে এটা আবারও ঘটল। সুতরাং এটা আরো একটু গভীরে দেখতে হবে। আসলে হ্যাকিংটা অনেক বেড়ে গেছে। বিদেশে অনেক বেশি হচ্ছে। আমাদের ফরেন মিনিস্ট্রির একটি মিশন থেকে যথেষ্ট টাকা হ্যাক হয়ে চলে গেছে। একটা সংগঠিত গোষ্ঠী এটা করছে। এখানে দেশি লোকও আছে, বিদেশি লোকও আছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা নিয়ে আগেই সংশয় ছিল। তবে রিজার্ভ চুরির পর সেটি বাড়ানো হলেও ইমেইল হ্যাকিংয়ের মাধ্যমে প্রমাণ হলো সেটি যথেষ্ট নয়।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘গুণীজনকে সম্মাননা দিয়ে আমরা নিজেই সম্মানিত হই।’
অনুষ্ঠানের একুশে পদকপ্রাপ্ত দুই লোকসংগীতশিল্পী সুষমা দাস ও ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদসহ অন্য গুণীজনদের সম্মিলিত নাট্য পরিষদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।