এবার ওয়েব সিরিজে হৃত্বিক, অভিনয় করবেন প্রেমিকা সাবাও
বলিউড তারকা হৃত্বিক রোশান এবার প্রথমবারের মতো পা রাখতে যাচ্ছেন অনলাইন ধারাবাহিকের জগতে। তবে ক্যামেরার সামনে নয়, থাকবেন পেছনে। প্রযোজক হিসেবে আসছেন তাঁর প্রথম ধারাবাহিক ‘স্টর্ম’ নিয়ে।
উচ্চঝুঁকিপূর্ণ এই রহস্যনাট্যে উঠে আসবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনীয়তা আর টিকে থাকার লড়াইয়ের গল্প। প্রযোজনা করছে হৃত্বিক ও ইশান রোশনের প্রযোজনা প্রতিষ্ঠান এইচ-আর-এক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনস–এর একটি শাখা। এটি তৈরি হচ্ছে একটি জনপ্রিয় অনলাইন প্রদর্শনমাধ্যমের জন্য।
পরিচালনায় আছেন অজিতপাল সিং—বাস্তবধর্মী গল্প বলার জন্য যিনি আগেই পরিচিত। তাঁর হাত ধরেই প্রযোজক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন হৃত্বিক।
একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরেই গড়ে উঠছে এই ধারাবাহিকের কাহিনি। চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিং, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস। অভিনয়ে থাকবেন পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, রামা শর্মা ও সাবা আজাদ।
এই কাজ নিয়ে হৃত্বিক বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম অনলাইন ধারাবাহিক এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী। অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয়, বিশ্বের মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।’
নির্মাতাদের ভাষ্য, ‘স্টর্ম’ হবে আন্তর্জাতিক মানের এক রুদ্ধশ্বাস নাট্যকাহিনি—যেখানে থাকবে আবেগ, গতি আর মুম্বাই শহরের বিশৃঙ্খল সৌন্দর্য। খুব শিগগিরই শুরু হচ্ছে এর শুটিং। প্রকাশের আগেই এই ধারাবাহিককে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

বিনোদন ডেস্ক