আরিফিন শুভকে রেখে কাকে বিয়ে করছেন ঐশী?
এক চুম্বন দৃশ্য টক অব দ্যা ঢালিউড সপ্তাহ জুড়ে। আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী ‘নূর’ সিনেমায় যেমন চুমুর দৃশ্যে অভিনয় করেছেন তা সচরাচর দেখা মেলে না ঢাকার পর্দায়। পর্দার বাইরে এই জুটির প্রেমের গুঞ্জন থাকায় বিষয়টা নিয়ে দর্শক আগ্রহও ছিলও বাড়তি।
তবে বাস্তাবে আরিফিন শুভ-ঐশী জীবনে প্রেম না থাকলেও পরিচালক রায়হান রাফির ‘নূর’ সিনেমায় নাকি এই জুটি অভিনয় করেছেনে এক অদ্ভুদ প্রেমের গল্পে। মঙ্গলবার সকালে ‘নূর’ সিনেমার ট্রেইলার শেয়ার করে তেমনটাই লিখেছেন আরিফিন শুভ।
ট্রেইলারে দেখা যায়, নূরের জীবনের সবকিছুই শিউলী—তার সুখ, স্বপ্ন, আলো। কিন্তু হঠাৎ এক অদেখা কারণের জন্য শিউলী আর নূরের হতে চায় না। বিয়ের মণ্ডপ বসে অন্য কোথাও। আর সেই ধাক্কায় নূরের ভেঙে পড়া, অন্ধকারে ডুবে যাওয়া, পাগলামির শুরু।
শিউলী কেন নূরকে বিয়ে করল না? সেই গল্পকে এক অদ্ভুত, টানটান ও যন্ত্রণার প্রেমের গল্প বলছেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। যা দেখা যাবে ১১ ডিসেম্বর, বায়োস্কোপ প্লাসে।

বিনোদন ডেস্ক