অকারণে দাম বেড়েছে এসিআইয়ের
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের শেয়ারের দাম সাম্প্রতিক সময়ে সংবেদনশীল তথ্য ছাড়াই বেড়েছে। অস্বাভাবিক হারে এ শেয়ারের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ কোম্পানিটিকে নোটিশ দেয়। জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সাত কার্যদিবসে এ শেয়ারের দাম টানা বেড়েছে। এ সময়ে এর দাম ১৩৩ টাকা ২০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬ টাকা ২০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ৪৮৩ টাকা ও সর্বোচ্চ ৬১৬ টাকা ২০ পয়সা।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৬৭ : ৫৭।
এদিকে ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাব জমা দেওয়া হয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এ হিসাব বছরে মুনাফা হয়েছে ৫৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৬ টাকা ৬৮ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ১২০ টাকা ৩০ পয়সা।