১৫ লাখ টন চাল আমদানি করবে সরকার
সরকার চলতি অর্থবছরে বিদেশ থেকে ১০ থেকে ১৫ লাখ টন চাল আমদানির পরিকল্পনা করেছে।
আজ রোববার খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ৬ লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে। তবে খাদ্য ঘাটতি পূরণে এই আমদানির পরিমাণ ১০ থেকে ১৫ লাখ টনে বাড়তে পারে।’
সরকারি সূত্র জানায়, একই সময়ে সরকার চাল আমদানির ওপর আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে, যাতে দেশে চালের মূল্য কম রাখতে সহায়ক হয়।
বদরুল হাসান বলেন, ‘এই পরিকল্পনার আওতায় ভিয়েতনাম থেকে সরকার টু সরকার ভিত্তিতে প্রতি টন চাল ৪৩০ থেকে ৪৭০ মার্কিন ডলার মূল্যে প্রায় আড়াই লাখ টন চাল আমদানি করা হবে।’ তিনি বলেন, ‘আগামী ১২ জুলাইয়ের মধ্যে আমদানির প্রথম চালানটি দেশে এসে পৌঁছাবে।’
এ ছাড়া দেড় লাখ টন চাল আমদানির জন্য সরকার দরপত্র আহ্বান করেছে উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘দেশে যথাসময়ে চাল এসে পৌঁছাবে।’
চাল আমদানির ওপর ১৮ শতাংশ আমদানি শুল্ক কমানো হয়েছে জানিয়ে মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘এতে পূর্বের প্রতি কেজি চাল আমদানিতে ৯ টাকার স্থলে এখন সাড়ে তিন টাকা করে ক্রয়ে সাহায্য করবে।’ তিনি আরো বলেন, ‘থাই সরকারের সঙ্গে চাল আমদানির ব্যাপারে আলোচনার জন্য খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল আগামী ৫ জুলাই থাইল্যান্ড সফর করবে।’